কয়লা পাচার কাণ্ডে অবশেষে আদালতে আত্মসমর্পণ করল অন্যতম মূল অভিযুক্ত অনুপ মাঝি ওরফে লালা। মঙ্গলবার সকালে আসানসোলের বিশেষ সিবিআই আদালতে বিচারকের সামনে নিজেকে সমর্পণ করল লালা। এরপরেই আইনজীবী মারফত জামিনের আবেদনও জানানো হয়েছে বলে খবর।
প্রসঙ্গত, কয়লা পাচার কাণ্ডে সিবিআই ও ইডি তদন্তের অন্যতম মূল অভিযুক্ত এই লালা। দীর্ঘদিন ধরে সুপ্রিমকোর্টের রক্ষাকবআ নিয়ে গা ঢাকা দিয়ে থাকছিল সে। তবে দিন কয়েক আগে সুপ্রিমকোর্ট কয়লা পাচার মামলায় চূড়ান্ত চার্জশিট জমা দেওয়ার জন্য ডেডলাইন বেঁধে দেয় সিবিআইকে। মনে করা হচ্ছে, এরপরেই তড়িঘড়ি অজ্ঞাতবাস থেকে বেরিয়ে আত্মসমর্পণ করল লালা। এখন দেখার শেষপর্যন্ত লালাকে সিবিআই নিজেদের হেফাজতে নিয়ে জেরা করার সুযোগ পায় কি না।