‘অনুপ্রেশকারী’রাই মমতার ভোট ব্যাঙ্ক! সেই ভয়েই রামমন্দিরে যাননি তৃণমূল সুপ্রিমো! বুধবার বাংলায় ভোটপ্রচারে এসে ফের ধর্মীয় মেরুকরণের পথেই হাঁটলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ!
এদিন কাঁথির জনসভায় দাঁড়িয়ে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে তোপ দেগে শাহ বলেন, “দীর্ঘ লড়াইয়ের পরে আমরা রামমন্দির গড়েছি। রামলালার প্রাণপ্রতিষ্ঠায় সকলকে আমন্ত্রণ জানানো হয়েছিল, কিন্তু মমতা সেখানে যাননি। কারণ তিনি নিজের ভোট ব্যাঙ্ককে ভয় পান। আপনারা ওনার ভোট ব্যাঙ্ক নন। ওনার ভোট ব্যাঙ্ক হল অনুপ্রবেশকারীরা। ওদেরকেই মমতা দিদি ভয় পান। আমাদের সেই ভয় নেই।”