আগামী শনিবার ভোট ঘাটাল লোকসভা কেন্দ্রে। আর তারআগেই টুইট যুদ্ধে জড়ালেন তৃণমূলপর তারকা প্রার্থী দেব ও রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার সকালে ‘দেবের কীর্তি’ শিরোনাম দিয়ে একটি পোস্ট করেন শুভেন্দু। দাবি করেন, গরু পাচার কাণ্ডের অন্যতম অভিযুক্ত এনামূলের ভাইয়ের কাছ থেকে ৫০ লক্ষ টাকা নিয়েছেন দেব। এমনকী ব্যাঙ্ক অ্যাকাউন্টের স্টেটমেন্ট ও একটি ডায়েরির পাতাও প্রমাণস্বরূপ পেশ করেন।
এরপরেই পাল্টা আসরে নামেন দেবও। সামাজিক যোগাযোগ মাধ্যমেই তিনি দাবি করেন, ঘাটালের বিজেপি প্রার্থী হিরণও পিন্টু মণ্ডল নামের এক ব্যক্তির থেকে টাকা নিয়েছেন।
সংবাদমাধ্যমের মুখোমুখি দেব প্রশ্ন তোলেন, ইডি এই ঘটনায় তদন্ত চালাচ্ছে। কেন্দ্রীয় এজেন্সিকে তিনি নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্টের স্টেটমেন্ট সহ একাধিক গোপনীয় নথি দিয়েছিলেন। সেই নথি কি করে শুভেন্দু অধিকারী বা বিজেপির হাতে পৌঁছল!