ষষ্ঠ দফার ভোটের আগে ফের রক্তাক্ত বাংলা! জানা যাচ্ছে, বুধবার গভীর রাতে নন্দীগ্রামের সোনাচূড়ায় হামলা চালানো হয় বিজেপি কর্মীদের ওপরে। এলোপাথাড়ি ধারালো অস্ত্রের কোপে মৃত্যু হয়েছে রথিবালা আড়ি নামের এক মহিলা বিজেপি কর্মীর। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন রথিবালার ছেলে সঞ্জয় আড়ি সহ অন্তত আরও ৮ জন।
বিজেপির অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতিরাই এই হামলা চালিয়েছে। প্রসঙ্গত, ভোট ঘোষণার পর থেকেই অশান্তির আশঙ্কায় সোনাচূড়ার মনসাতলা বাজারে রাত পাহারার বন্দোবস্ত করেছিলেন বিজেপি কর্মীরা। বুধবার গভীর রাতে সেখানেই হামলা চালায় সশস্ত্র দুষ্কৃতিরা। এই ঘটনায় বৃহস্পতিবার সকাল থেকেই নন্দীগ্রাম থানা সহ বিভিন্ন এলাকায় বিক্ষোভে সামিল হয়েছেন বিজেপি কর্মীরা। নন্দীগ্রাম জুড়ে বনধেরও ডাক দেওয়া হয়েছে।