সাতসকালে মেট্রো বিভ্রাট! বিভিন্ন স্টেশনে দীর্ঘক্ষণ ধরে দাঁড়িয়ে থাকছে কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বরগামী ট্রেন! যাত্রীদের অভিযোগ, ৭টা ৩৬ মিনিটে শহিদ ক্ষুদিরাম স্টেশন থেকে ছেড়ে যাওয়া মেট্রো রবীন্দ্র সদনে পৌঁছয় ৮টা ৪৭ মিনিটে।
প্রতিটি স্টেশনে ৮ থেকে ১০ মিনিট করে দাঁড়িয়ে যায় ট্রেন। ঘোষণা করা হয়, লাইন ‘ক্লিয়ার’ হলে তবেই মেট্রো ছাড়বে। ফলে অফিসের ব্যস্ত টাইমে চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা। অনেকেই বাস-অটোর শরণাপন্ন হন। যদিও কেন এই সমস্যা, সেই বিষয়ে মেট্রো রেলের তরফে আনুষ্ঠানিক ভাবে কোনও তথ্য জানানো হয়নি।