ফের বাংলায় ভোটের নিরাপত্তার কাজে আসা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানের বিরুদ্ধে নারী নিগ্রহের অভিযোগ উঠল! জানা যাচ্ছে, ডেবরায় ভোটের লাইনে দাঁড়িয়ে থাকা এক গৃহবধূ অভিযোগ করেন, কর্তব্যরত সিআরপিএফ জওয়ান তাঁর শ্লীলতাহানি করেছে।
দ্রুত রিটার্নিং অফিসারের মাধ্যমে সেই অভিযোগ জমা পড়ে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে। আর তারপরেই ওই অভিযুক্ত সিআরপিএফ জওয়ানকে ভোটের ডিউটি থেকে সরিয়ে দেয় কমিশন। নিগৃহীতা গৃহবধূর অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত জওয়ানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু করেছে পুলিশ।