ভোটের মুখে দক্ষিণ চব্বিশ পরগনার জয়নগরে ফের আক্রান্ত বিজেপি কর্মী! জানা যাচ্ছে, মঙ্গলবার জয়নগর লোকসভা কেন্দ্রের বকুলতলা এলাকায় তৃণমূল পঞ্চায়েত সদস্যকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ ওঠে কয়েক জন দুষ্কৃতির বিরুদ্ধে।
এমনকী গুলি লক্ষ্যভ্রষ্ট হওয়ার পরে ধারালো অস্ত্র দিয়ে কোপানো ও বোমা ছোঁড়ারও অভিযোগ উঠেছে। বিজেপি আশ্রিত দুষ্কৃতিদের বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলেছে তৃণমূল কংগ্রেস। যদিও যাবতীয় অভিযোগ অস্বীকার করেছে গেরুয়া শিবির।