Sambad Samakal

Loksabha Election: ভোটদানে বাধার অভিযোগ! কুলতলিতে পুকুরে ইভিএম-ভিভিপ্যাট

Jun 1, 2024 @ 9:14 am
Loksabha Election: ভোটদানে বাধার অভিযোগ! কুলতলিতে পুকুরে ইভিএম-ভিভিপ্যাট

ভোটদানে বাধার অভিযোগ! জয়নগর লোকসভা কেন্দ্রের অধীনে কুলতলিতে ইভিএম ও ভিভিপ্যাট পুকুরের জলে ফেলে দিলেন ক্ষুব্ধ গ্রামবাসীরা!

জানা যাচ্ছে, শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে ভোটদানে ও এজেন্টদের বসতে বাধা দেওয়ার ঘটনা ঘটেছে। পুলিশ ও প্রশাসনকে বলেও কোনও সমাধান না হওয়ায় সেক্টর অফিসারের গাড়িতে থাকা অতিরিক্ত ইভিএম কেড়ে জলে ফেলে দেয় উত্তেজিত জনতা। কমিশন সূত্রে খবর, বুথের ইভিএম লুঠ হয়নি, তা নিরাপদে যথাস্থানেই রয়েছে।

Related Articles