ভোটদানে বাধার অভিযোগ! জয়নগর লোকসভা কেন্দ্রের অধীনে কুলতলিতে ইভিএম ও ভিভিপ্যাট পুকুরের জলে ফেলে দিলেন ক্ষুব্ধ গ্রামবাসীরা!
জানা যাচ্ছে, শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে ভোটদানে ও এজেন্টদের বসতে বাধা দেওয়ার ঘটনা ঘটেছে। পুলিশ ও প্রশাসনকে বলেও কোনও সমাধান না হওয়ায় সেক্টর অফিসারের গাড়িতে থাকা অতিরিক্ত ইভিএম কেড়ে জলে ফেলে দেয় উত্তেজিত জনতা। কমিশন সূত্রে খবর, বুথের ইভিএম লুঠ হয়নি, তা নিরাপদে যথাস্থানেই রয়েছে।