মেদিনীপুর থেকে বর্ধমান-দুর্গাপুর আসনে গিয়ে হেরে গিয়েছেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। আর তারপর থেকেই দলের শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে একের পর এক তোপ দাগতে শুরু করেছেন তিনি। শুক্রবার সাংবাদিক মুখোমুখি হয়ে ফের বিস্ফোরক মন্তব্য করলেন তিনি।
এদিন দিলীপ বলেন, “সকলে হারা সিট জেতার জন্য পরিকল্পনা করে, এবার কি জেতা সিট হারার পরিকল্পনা হয়েছিল! খতিয়ে দেখতে হবে। দেবশ্রীকে দক্ষিণ কলকাতায় পাঠানো হল, কী কারণ? রায়গঞ্জে ও মাটি কামড়ে পড়ে ছিল। সেখান থেকে জিতত। এবার এক জন গ্রামীন পুরসভার নেতা জিতে গেল। আমায় বলা হল, কুড়মি’রা নাকি আমার ওপরে ক্ষেপে রয়েছে! কুড়মিদের ক্ষেপানো হয়েছিল আমার বিরুদ্ধে, আমায় সরানোর জন্য। এর পেছনে কি আছে, কেন করা হয়েছিল, ভাবতে হবে। যারা পুরনো পার্টির প্রতিষ্ঠিত নেতা, তাদের হারানোর জন্য পাঠানো হয়েছিল!”