ফের অপরিবর্তিত রইল রেপো রেট! শুক্রবার রিজার্ভ ব্যাঙ্কের মুদ্রানীতির বৈঠকের পরে গভর্নর শক্তিকান্ত দাস জানান, এবারও রেপো রেট অপরিবর্তিত রাখারই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগের মতই ৬.৫ শতাংশ থাকছে রেপো রেট।
এর ফলে গাড়ি-বাড়ির ঋণের ওপর সুদের পরিমাণপ অপরিবর্তিত রইল। ফলে আপাতভাবে কোনও সুরাহা পেল না আম জনতা। তবে ব্যাঙ্কে যাঁরা ফিক্সড ডিপোজিট রেখেছেন, তাঁরা কিছুটা হলেও লাভবান হলেন। কারণ আপাতত রেপো রেট অপরিবর্তিত থাকায় বর্ধ্বিত হারেই সুদ পাওয়া যাবে।