বর্ষার আগেই সতর্ক কলকাতা পুরসভা! প্রায় ৬০ লক্ষ টাকা খরচ করে শহর কলকাতার ৩ লক্ষ ল্যাম্পপোস্টে আর্থিংয়ের কাজ শুরু করতে চলেছে পুরসভা। ইতিমধ্যেই প্রাথমিক কাজও শুরু হয়ে গিয়েছে।
জানা যাচ্ছে, বর্ষার সময়ে প্রতিবছরই কলকাতা শহরের বিভিন্ন এলাকায় ল্যাম্পপোস্ট থেকে বিদ্যুতস্পৃষ্ট হয়ে দুর্ঘটনা ঘটে। সেই বিষয়টি মাথায় রেখেই এবার সমস্ত ল্যাম্পপোস্টের আর্থিং করানোর উদ্যোগ নেওয়া হয়েছে। ল্যাম্পপোস্ট থেকে অন্তত এক মিটার দূরে দশ মিটার লম্বা গর্ত খোঁড়া হচ্ছে যার মধ্যে লম্বা লোহার রড ঢোকানো হচ্ছে। যার সঙ্গে সংযুক্ত করা হচ্ছে ল্যাম্পপোস্টগুলোকে।
কলকাতা পুরসভার আলো বিভাগের মেয়র পারিষদ সন্দীপরঞ্জন বক্সি বলেন, “এই কারণে বিপুল পরিমাণে খরচ করে, কলকাতা পুরসভা এই কাজে হাত দিয়েছে। নাগরিকদের নিরাপত্তা সুনিশ্চিত করাই আমাদের কাজ। বাজ পড়লেই সেই বিদ্যুৎ সরাসরি মাটিতে মিশে যাবে।”