শনিবার সকালে প্রয়াত হলেন ‘সিনে শহরের’ প্রতিষ্ঠাতা, ভারতীয় চলচ্চিত্র জগতের মহিরুহ রামোজি রাও। বয়সজনিত শারীরিক সমস্যার কারণে দীর্ঘদিন ধরেই শয্যাশায়ী ছিলেন রামোজি রাও। শুক্রবার শারীরিক পরিস্থিতির অবনতি হওয়ায় হায়দ্রাবাদের হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। শনিবার সকালে মৃত্যু হয় রামোজির।
প্রয়াণকালে বয়স হয়েছিল ৮৭ বছর। ভারতবর্ষের প্রথম ‘সিনে শহর’ বা ফিল্মসিটি তৈরি করেছিলেন রামোজি রাও। এছাড়াও ইটিভির কর্ণধার ছিলেন তিনি। সিনেমার প্রযোজক হিসেবে উপহার দিয়েছেন বহু ছবি। একাধিক জাতীয় পুরস্কার ও ফিল্মফেয়ার রয়েছে তাঁর ঝুলিতে। রামোজি রাওয়ের প্রয়াণে শোকস্তব্ধ গোটা দেশের সিনেমা জগৎ।