শুক্রবার আচমকাই ইস্তফা দিলেন কলকাতা পুরসভার ২০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিজয় উপাধ্যায়! তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ও সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে নিজের ইস্তফাপত্র পাঠিয়ে দিয়েছেন তিনি।
বিজয় উপাধ্যায়ের দাবি, লোকসভা ভোটে উত্তর কলকাতার তৃণমূল প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়কে তিনি ওয়ার্ড থেকে আশানুরূপ লিড দিতে পারেননি। তাই পুর প্রতিনিধির পদ থেকে অব্যাহতি চান তিনি। মমতা-অভিষেকের কাছে ইস্তফাপত্র গ্রহণের আবেদন জানিয়েছেন বিজয় উপাধ্যায়।