শুক্রবার সংসদের সেন্ট্রাল হলে এনডিএ’র সমস্ত বিজয়ী সাংসদদের নিয়ে বৈঠকে বসেছিলেন নরেন্দ্র মোদি। সেখানে তাঁকেই তৃতীয় বারের জন্য প্রধানমন্ত্রী করার প্রস্তাবে সম্মতি দিয়েছেন সকলে। তবে এদিন মোদির গলায় শোনা গেল কার্যত আশঙ্কার সুর। একক সংখ্যাগড়িষ্ঠতা না পাওয়ায় এই মুহূর্তে এনডিএ শরিকদের ওপর অনেকটাই নির্ভরশীল মোদি ও বিজেপি। তাই বিরোধীরা নীতিশ কুমার ও চন্দ্রবাবু নাইডুকে ভাঙিয়ে নিতে পারে আশঙ্কা করছে গেরুয়া শিবির।
এদিন এনডিএ সাংসদদের সতর্ক করে মোদি বলেন, “এখন অনেকেই আপনাদের কাছে ক্যাবিনেট মন্ত্রীত্বের প্রস্তাব নিয়ে আসতে পারে। এখন প্রযুক্তি এমন যায়গায় পৌঁছেছে যে আমার সই করা কাগজও আপনাদের দেখাতে পারে। তাতে বিশ্বাস করবেন না। এই ফাঁদে কেউ পা দেবেন না। সকলকে অনুরোধ করব, গুজবে কান দেবেন না। গুজব ছড়ানোর ব্যাপারে ইন্ডি জোটের ডাবল পিএইচডি আছে।”