চব্বিশের লোকসভা নির্বাচনের ফলের নিরিখে নরেন্দ্র মোদি ও বিজেপিকে সবথেকে বড় ধাক্কা দিয়েছে রামরাজ্য উত্তরপ্রদেশ। বিরোধীরা ৪৪টি আসনে জিতলেও, বিজেপি জিতেছে ৩৩টি আসনে। আর মোদিকে ‘সবক’ শেখানো সেই রামরাজ্যেই এবার সংবিধান হাতে যাত্রার উদ্যোগ নিল জাতীয় কংগ্রেস।
জানা যাচ্ছে, আগামী ১১ থেকে ১৫ জুন পর্যন্ত উত্তরপ্রদেশে ধন্যবাদ যাত্রা করবে কংগ্রেস। মোট ৪০৩টি বিধানসভা এলাকাকেই ছুঁয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে। বিভিন্ন আসনে যাঁরা বিজেপিকে হারিয়েছেন, তাঁদেরও বিশেষ সম্বর্ধনা দেওয়া হবে কংগ্রেসের তরফে।