তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কুকথা! নিউটাউনের এক রেস্তোরাঁর মালিককে বেধড়ক মারার অভিযোগ উঠল তৃণমূলের তারকা বিধায়ক সোহম চক্রবর্তীর বিরুদ্ধে! ঘটনার সূত্রপাত শুক্রবার সন্ধ্যেয়। নিউটাউনের একটি রেস্তোরাঁয় শুটিং করতে যান অভিনেতা সোহম। সেই সময়ে গাড়ি পার্কিং নিয়ে রেস্তোরাঁর কর্মীদের সঙ্গে বচসা হয়।
অভিযোগ, এরপরেই নিজে শুটিং ছেড়ে বেরিয়ে এসে রেস্তোরাঁর মালিক আনিসুল আলমকে মারধর করেন সোহম। লাথি, ঘুষি, চড় মারার সেই দৃশ্য সিসিটিভি ক্যামেরাবন্দি হয়েছে। আক্রান্ত আনিসুল আলমের দাবি, এই ঘটনার পরে তাঁকেই থানায় নিয়ে যাওয়া হয়। কোনও অভিযোগ না করার জন্য সাদা কাগজে লিখিয়ে নেওয়া হয়। এমনকী অভিনেতা তথা বিধায়ক তাঁর রেস্তোরাঁ বন্ধ করে দেওয়ারও হুমকি দেন।
মারধরের অভিযোগ স্বীকার করে নিয়ে এই ঘটনা প্রসঙ্গে সাংবাদিকদের অভিনেতা সোহম জানান, “অভিষেক’কে নিয়ে খারাপ কথা বলছিল, আমার নামেও উল্টোপাল্টা কথা বলছিল। তাই মাথা গরম হয়ে গিয়েছিল।” যদিও এই ঘটনায় পুলিশের পক্ষ থেকে ঠিক কী পদক্ষেপ নেওয়া হয়েছে, তা এখনও স্পষ্ট নয়।