শান্তনু ঠাকুরের পরে সুকান্ত মজুমদার! বাংলা থেকে জয়ী আরও এক জন বিজেপি সাংসদ স্থান করে নিতে চলেছেন মোদি মন্ত্রিসভায়! জানা যাচ্ছে, কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর দায়িত্ব নেওয়ার জন্য ফোন করা হয়েছে রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারকে। তবে কোন দফতরের মন্ত্রী হচ্ছেন তিনি, তা জানানো হয়নি।
প্রসঙ্গত, এই নিয়ে দ্বিতীয় বার বালুরঘাট থেকে সাংসদ নির্বাচিত হয়েছেন সুকান্ত। কেন্দ্রীয় মন্ত্রী হওয়ায় স্বাভাবিক ভাবেই রাজ্য বিজেপির সভাপতি পদ ছাড়তে হবে তাঁকে। এখন দেখার সুকান্তর ছেড়ে যাওয়া রাজ্য বিজেপি সভাপতির আসনে কে নতুন দায়িত্ব নেন।