লোকসভা ভোট মিটতেই ফের রাজ্যে নির্বাচনের দামামা! সোমবারই দিনক্ষণ জানিয়ে দিল নির্বাচন কমিশন। জানা যাচ্ছে, বাংলার ৪ বিধানসভা আসনে অনুষ্ঠিত হবে নির্বাচন।
কমিশন জানিয়েছে, আগামী ১০ জুলাই অনুষ্ঠিত হবে বিধানসভার উপনির্বাচন। মানিকতলা, রাণাঘাট দক্ষিণ, রায়গঞ্জ ও বাগদায় ভোটগ্রহণ করা হবে।