রবিবার রাতে জম্মু-কাশ্মীরে পূণ্যার্থী বোঝাই বাসে জঙ্গও হামলায় বাড়ল মৃতের সংখ্যা! জানা যাচ্ছে, সোমবার সকাল পর্যন্ত মোট ১০ জনের মৃত্যু হয়েছে। আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন অন্তত ৩৩ জন।
এই মুহূর্তে রেয়াসি এলাকায় জঙ্গিদের খোঁজে চিরুনি তল্লাশি চালাচ্ছে সেনা ও পুলিশের যৌথ বাহিনী। অন্যদিকে, গোটা ঘটনার তদন্তভার নিয়েছে এনআইএ। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছে গিয়েছেন তদন্তকারী আধিকারিকরা। ফরেনসিক বিশেষজ্ঞরাও নমুনা সংগ্রহের কাজ চালাচ্ছেন।