বিস্ফোরণে ফের কেঁপে উঠল পূর্ব মেদিনীপুর। কোলাঘাটে ওই বিস্ফোরণে ধুলিস্যাৎ হয়েছে আস্ত একটি মাটির বাড়ি। ওই বাড়ি চাপা পড়ে জখম এক। ক্ষতিগ্রস্ত আশপাশের আরও চার পাঁচটি বাড়িও ক্ষতিগ্রস্ত হয়। মজুত করা বেআইনি বাজি থেকেই এই বিস্ফোরণ বলে প্রাথমিক ভাবে মনে করছেন তদন্তকারীরা।
মাত্র এক বছর আগে, ১২ জুন বেআইনি বাজি বিস্ফোরণের জেরে এই পূর্ব মেদিনীপুরের এগরার খাদিকুল গ্রামে অন্তত ১০ জনের মৃত্যু হয়েছিল। রবিবার সেই ভয়াবহ স্মৃতি ফিরল কোলাঘাটে। বারবার এরকম ঘটনায় জেলা পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে।
