ভোটের পরেই ফের উত্তপ্ত মুর্শিদাবাদ! রবিবার গভীর রাতে হরিহরপাড়ায় এক তৃণমূল কর্মীকে গুলিতে ঝাঁঝরা করে দিল দুষ্কৃতিরা! জানা যাচ্ছে, নিহত তৃণমূল কর্মীর নাম সনাতন ঘোষ।
পেশায় দুগ্ধ ব্যবসায়ী সনাতন গজনীপুর থেকে বাইকে শ্রীপুরের উদ্দেশে যাচ্ছিলেন। সেই সময়েই কয়েক জন তাঁর বাইক আটকে এলোপাথাড়ি গুলি চালায়। হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। এই ঘটনায় অভিযোগের তীর বিজেপির বিরুদ্ধে। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।