আজ সন্ধ্যায়, আর কয়েক ঘণ্টা পরেই তৃতীয় বারের জন্য দেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন নরেন্দ্র মোদি। আর তার আগেই মোদিকে শুভেচ্ছা জানিয়ে একগুচ্ছ দাবি-দাওয়া জানালেন ঘাটালের তারকা সাংসদ দেব।
এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে দেব বলেন, “মোদি’জিকে শুভেচ্ছা জানাই। আর আশা করি দেশ ভালো ভাবে চলবে। বাংলার যে বকেয়া টাকা রয়েছে, সেটা একশো দিনেরই হোক বা রাস্তারই হোক বা জিএসটি বাবদই হোক, সেটা যেন ছাড়া হয়। কোন রাগ-ক্ষোভ না রেখে, আশা করব এজেন্সি দিয়ে বিরোধী দল ভাঙার চেষ্টা বন্ধ হবে।”