সাতসকালে ভয়াবহ অগ্নিকাণ্ড পার্কস্ট্রিটে! জানা যাচ্ছে, এদিন সকালে আচমকাই ১/১ ক্যামাক স্ট্রিট বিল্ডিংয়ের ওপরের অংশে আগুন ধরে যায়। টিনের অস্থায়ী শেড থেকে গলগল করে বেরনো কালো ধোঁয়া গোটা এলাকায় আতঙ্ক তৈরি করেছে।
জানা যাচ্ছে, ওই বিল্ডিংয়ে একাধিক হোটেল ও রেস্তোরাঁ রয়েছে। ফলে প্রচুর পরিমাণে দাহ্যবস্তু থাকায় আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। এই মুহূর্তে দমকলের মোট ৯টি ইঞ্জিন আগুন নেভানোর কাজ চালাচ্ছে। কিছুটা কমেছে চগুনের তীব্রতা। তবে এখনও কিছু অংশ থেকে কালো ধোঁয়া বেরচ্ছে। বাড়িটি থেকে সকলকে নিরাপদে বেরা করে আনাও সম্ভব হয়েছে।