Sambad Samakal

Malda: মালদায় ফের ভয়াবহ গঙ্গা ভাঙন, তলিয়ে যাচ্ছে কৃষি জমি

Aug 29, 2022 @ 10:06 am
Malda: মালদায় ফের ভয়াবহ গঙ্গা ভাঙন, তলিয়ে যাচ্ছে কৃষি জমি

মালদা জেলায় ফি বছর বর্ষাকালে ভয়াবহ আকার ধারণ করে গঙ্গা ভাঙন। এবছরও মানিকচকের ভূতনির চর এলাকায় গঙ্গা ভাঙন শুরু হয়েছে। কোশোরপুর ও কালুটনটোলা এলাকার বহু কৃষি জমি ক্রমাগত তলিয়ে যাচ্ছে গঙ্গার জলে। বসতবাড়িও জলে তলিয়ে যাওয়ার আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা।

গঙ্গা ভাঙনের পরিমাণ বাড়ার পরেই তড়িঘড়ি সেচ দফতরের তরফ থেকে বালির বস্তা ফেলে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করা হচ্ছে। যদিও স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ভাঙন রোধে সেচ দফতরের এই ব্যবস্থা আদৌ যথেষ্ট নয়। স্থায়ী বাঁধ তৈরি না হলে আগামী দিনে গঙ্গার ভাঙন আরও আগ্রাসী রূপ ধারণ করবে বলেই মত স্থানীয় বাসিন্দাদের।

Related Articles