Sambad Samakal

Waste Management: গাফিলতি বর্জ্য ব্যবস্থাপনায়! বাংলাকে সাড়ে ৩ হাজার কোটি জরিমানা

Sep 3, 2022 @ 9:40 pm
Waste Management: গাফিলতি বর্জ্য ব্যবস্থাপনায়! বাংলাকে সাড়ে ৩ হাজার কোটি জরিমানা

কঠিন এবং তরল বর্জ্য ব্যবস্থাপনায় গাফিলতির অভিযোগে পশ্চিমবঙ্গ সরকারকে জরিমানা করল গ্রিন ট্রাইব্যুনাল। বিচারপতি এ কে গোয়েলের নেতৃত্বাধীন গ্রিন প্যানেল জানিয়েছে, দূষণ মুক্ত পরিবেশ গড়ে তুলছে স্থানীয় প্রশাসনের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। অথচ রাজ্যজুড়ে বর্জ্য ব্যবস্থাপনা গড়ে তুলতে যথাযথ পদক্ষেপ নেয়নি পশ্চিমবঙ্গ সরকার। পরিবেশের এই বিষয়টির সঙ্গে স্বাস্থ্যের বিষয়টিও দীর্ঘ মেয়াদি ভাবে জড়িত বলে মনে করে প্যানেল।

প্যানেলের পর্যবেক্ষণ, পশ্চিমবঙ্গের শহর এলাকায় দৈনিক ২ হাজার ৭৫৮ মিলিয়ন লিটার বর্জ্য উৎপাদিত হয়। এই বিপুল পরিমাণ বর্জ্যের মধ্যে মাত্র ১ হাজার ৫০৫ মিলিয়ন দৈনিক শোধনের পরিকাঠামো রয়েছে। কিন্তু রোজ বর্জ্য পরিশোধন করা হয় ১ হাজার ২৬৮ মিলিয়ন লিটার। বাকি ১ হাজার ৪৯০ মিলিনয় লিটার বর্জ্য পরিশোধনের কোনও ব্যবস্থা নেই।

Related Articles