Sambad Samakal

Hammer: গ্রেনেড দিয়ে বাদাম ভাঙে খেয়েছেন ২৫ বছর ধরে!

Oct 26, 2022 @ 10:57 am
Hammer: গ্রেনেড দিয়ে বাদাম ভাঙে খেয়েছেন ২৫ বছর ধরে!

হাত খানেক লম্বা কাঠের হাতলের মাথায় বেলনাকার ধাতব চোঙ। ১৯৮০-র দশকে এক বন্ধুর কাছ থেকে এমনই এক আশ্চর্য ‘হাতুড়ি’ উপহার পেয়েছিলেন চিনের আখরোট ব্যবসায়ী রান। প্রায় আড়াই দশক ধরে নিজের প্রিয় এই ‘হাতুড়ি’ দিয়ে আখরোট ফাটাতেন তিনি। ২০১৬ সালে একদিন চিনের এক সরকারি কর্মচারি আখরোট কিনতে এসে ওই ব্যবসায়ীর কাছে। আর তখনই জিনিসটি দেখে হইচই ফেলে দেন তিনি।

ছুটে আসে পুলিশ, সেনা, বম্ব স্কোয়াড। জানা যায়, যেই জিনিসটিকে ওই আখরোট ব্যবসায়ী ‘হাতুড়ি’ হিসেবে ব্যবহার করছিলেন, সেটি আসলে একটি গ্রেনেড। প্রথম বিশ্বযুদ্ধের সময়ে ‘স্টিক গ্রেনেড’ আবিষ্কার করেছিল জার্মানরা। এমনই একটি না ফাটা গ্রেনেডকে ‘হাতুড়ি’ হিসেবে ২৫ বছর ধরে আখরোট ফাটানের কাজে ব্যবহার করে আসছিলেন ব্যবসায়ী।

Related Articles