Sambad Samakal

Mamata : ‘আমরা পিছু হটব না, ত্রিপুরা নিয়ে হুঁশিয়ারি মমতার

Aug 12, 2021 @ 7:09 pm
Mamata : ‘আমরা পিছু হটব না, ত্রিপুরা নিয়ে হুঁশিয়ারি মমতার

ত্রিপুরায় আক্রান্ত জখম যুব তৃণমূল নেতাদের দেখতে ফের এসএসকেএম হাসপাতালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে এবার তিনি একা নন, দলের সর্বভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও সঙ্গে যান। সুদীপ রাহা ও জয়া দত্তদের সঙ্গে দেখা করে কথা বলেন নেত্রী। চিকিৎসা নিয়ে ডাক্তারদের সঙ্গেও আলোচনা করেন। তারপর হাসপাতালে থেকে বেরিয়ে একেবারে হুঁশিয়ারির সুরে ত্রিপুরা বিজেপির উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী বলেন, ‘যাঁরা আক্রান্ত হয়েছেন, তাঁদেরই গ্রেফতার করা হয়েছে ওখানে। বাইরে থেকে কেউ গেলেই তাঁদের গ্রেফতারির মুখে পড়তে হচ্ছে। কিন্তু আমরা পিছু হটব না, আমরা দেখে নেব।’
মমতা বলেন, ফের তৃণমূলের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল ত্রিপুরা যাচ্ছে। চার সদস্যের এই দলে থাকছেন ব্রাত্য বসু, অর্পিতা ঘোষ, আবীর বিশ্বাস, প্রতিমা মণ্ডল ও অপরূপা পোদ্দার।
উল্লেখ্য, ত্রিপুরায় দলের কর্মসূচিতে যোগ দিতে গিয়ে পাঁচদিন আগেই ‘হামলা’র মুখে পড়েছেন দেবাংশু ভট্টাচার্য, সুদীপ রাহা, জয়া দত্তের মতো তৃণমূলের যুব নেতা-নেত্রীরা। আগরতলা থেকে ফিরে এসে এসএসকেএমের উডবার্ন ওয়ার্ডের ১০৩ নম্বর কেবিনে ভর্তি রয়েছেন সুদীপ রাহা। ২০৩ নম্বর কেবিনে রয়েছেন জয়া দত্ত। গত সোমবার ঝাড়গ্রামে যাওয়ার পথে তাঁদের দেখতে হাসপাতালে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। জয়া-সুদীপের শারীরিক অবস্থার খোঁজখবর নেন, কথা বলেন চিকিৎসকদের সঙ্গে। ফোনে দেবাংশু ভট্টাচার্যের সঙ্গেও আলাদা করে কথা হয় মুখ্যমন্ত্রীর।

Related Articles