Sambad Samakal

অশক্ত শরীরেও ভোটযুদ্ধে বুদ্ধবাবু

Mar 31, 2021 @ 11:29 am
অশক্ত শরীরেও ভোটযুদ্ধে বুদ্ধবাবু

শরীর অসুস্থ। একটানা কথা বলতে গিয়ে হাঁপ ধরছে। তবুও বাংলার বিধানসভা ভোটের লড়াইয়ের ময়দানে হাজির তিনি। তিনি রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। সোমবারই রাজ্যের সাধারণ ভোটারদের দিয়েছিলেন লিখিত বার্তা। মঙ্গলবার আরও একধাপ এগিয়ে অশক্ত শরীরেই রাজ্যবাসীর উদ্দেশে অডিও বার্তা প্রকাশ করলেন তিনি। তিন মিনিট ৪১ সেকেন্ডের সেই অডিওতে একাধারে বিজেপির ধর্মীয় আগ্রাসন এবং তৃণমূলের স্বৈরতান্ত্রিক নৈরাজ্যের বিরুদ্ধে ধর্মনিরপেক্ষ সরকার গড়ার আহ্বান জানিয়েছেন বুদ্ধবাবু। জানিয়েছেন বাম-কংগ্রেস ও আইএসএফের যৌথ মঞ্চ সংযুক্ত মোর্চাকে ভোট দিয়ে সরকারে আনার আবেদন।  

গত ১০ বছরের তৃণমূল শাসনে রাজ্যের কৃষি ও শিল্প সম্ভাবনা নষ্ট হয়েছে বলে অভিযোগ প্রাক্তন মুখ্যমন্ত্রীর। শিক্ষায় নৈরাজ্য ও স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়ার অভিযোগও করেছেন। তুলে ধরেছেন বাংলায় বেকারত্ব বৃদ্ধির কথা। বলেছেন, ‘সামাজিক জীবনে গণতন্ত্র আক্রান্ত। স্বৈরাচারী শাসকদল, তাদের কর্মীবাহিনী ও সমাজবিরোধীরা একজোট হয়েছে। মহিলাদের নিরাপত্তা ভয়ংকরভাবে বিঘ্নিত। যুব সমাজ, দেশের ভবিষ্যৎ আজ আশাহীন, উদ্যোগহীন।’

বুদ্ধবাবুর কথায়, ‘তৃণমূলের স্বৈরতান্ত্রিক নৈরাজ্য আর বিজেপির আগ্রাসনে রাজ্যে বিপদের পরিবেশ তৈরি হয়েছে। আর ঠিক তখনই তৈরি হয়েছে এক সম্ভাবনা। বামফ্রন্ট, কংগ্রেস ও ধর্মনিরপেক্ষ একটি দল মিলে যৌথ দল তৈরি করেছে। যেখানে শামিল যুব সমাজ। তারা চায় শিল্প, শিক্ষা, সমাজের উন্নত মূল্যবোধ।’ রাজ্যবাসীকে তাঁর আহ্বান, ‘রাজ্যকে বিপদ থেকে রক্ষা করুন। নির্বাচনের মধ্যে দিয়ে এই ধর্মনিরপেক্ষ শক্তিকে ক্ষমতায় আনুন। যে সরকার বিপদগ্রস্ত গণতন্ত্রকে রক্ষা করবে, রাজ্যের সাম্প্রদায়িক সম্প্রীতিকে এগিয়ে নিয়ে যাবে, সাধারণ মানুষ, কৃষক, শ্রমিকের জীবন-জীবিকার দাবিগুলি সম্পর্কে সতর্ক থেকে কাজ করবে।’ 

Related Articles