Sambad Samakal

Newtown: এবার ফুটপাথেই দেওয়া যাবে গাড়ির চার্জ, কোথায় জানেন?

Nov 15, 2021 @ 11:30 am
Newtown: এবার ফুটপাথেই দেওয়া যাবে গাড়ির চার্জ, কোথায় জানেন?

রাস্তার ফুটপাথে সারাদিন যে রোদ এসে পড়ে, তাকে কাজে লাগিয়ে যথেষ্ট পরিমাণে বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব। সেই বিদ্যুৎ দিয়ে রাস্তার ফুটপাথের ধারেই চার্জ দিয়ে নেওয়া যাবে নিজের গাড়ি। অভিনব এই উদ্যোগ বাস্তবায়িত করার কাজ শুরু করল নিউটাউন-কলকাতা ডেভলপমেন্ট অথরিটি।

ফুটপাথের পেভমেন্ট ব্লকের যায়গাতেই বসানো হবে এই সোলার প্যানেলগুলি। ইতিমধ্যেই টেন্ডার ডাকার প্রক্রিয়াও শুরু হয়ে গিয়েছে।

রবীন্দ্রতীর্থ প্রেক্ষাগৃহকে কেন্দ্র করে প্রাথমিক ভাবে কাজ শুরু হচ্ছে। প্রায় ৪০০ মিটার ফুটপাথের এলাকাজুড়ে সোলার প্যানেল লাগানোর কাজ শুরু হবে। ফুটপাথের পেভমেন্ট ব্লকগুলি মোটা ও শক্ত কাঁচ দিয়ে ঢাকা থাকবে, যাতে মানুষের পায়ের চাপে সোলার প্যানেলগুলির কোনও ক্ষতি না হয়। মোট ৯.১ কোটি টাকা ধার্য হয়েছে এই কাজের জন্য। ফুটপাথে কিছুদুর অন্তর অন্তর চার্জিং পয়েন্ট রাখা হচ্ছ।

ইউরোপের একাধিক আধুনিক শহরে অনেক আগেই এই ধরনের ব্যবস্থা কার্যকরী হয়েছে। পশ্চিমবঙ্গের মধ্যে প্রথম নিউটাউনে এই কাজ শুরু হওয়ায় খুশি বাসিন্দারাও।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *