Sambad Samakal

Rawat-Mamata: আশঙ্কাজনক সেনা সর্বাধিনায়ক, বৈঠক থামালেন মমতা

Dec 8, 2021 @ 4:08 pm
Rawat-Mamata: আশঙ্কাজনক সেনা সর্বাধিনায়ক, বৈঠক থামালেন মমতা

সেনা চপার ভেঙে ভয়াবহ দুর্ঘটনার আশঙ্কাজনক সেনা সর্বাধিনায়ক বিপিন রাওয়াত। খবর পেয়ে মাঝপথেই প্রশাসনিক বৈঠক থামালেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

ঘটনায় দুঃখ প্রকাশ করে মমতা বলেন, “দুঃসংবাদটা পেয়ে মন খারাপ হয়ে গেল। আরও কিছু আলোচনার ছিল। কিন্তু এত বড় দুঃসংবাদ এল। কতটা খারাপ লাগছে বলে বোঝাতে পারব না।” কীভাবে দুর্ঘটনা ঘটল তা নিয়েও প্রশ্ন করেন মুখ্যমন্ত্রী। বৈঠকে উপস্থিত সরকারি আধিকারিকদের কাছে তামিলনাড়ুর আবহাওয়ার পরিস্থিতিরও খোঁজ নেন মুখ্যমন্ত্রী। বলেন, “পাহাড়ি এলাকায় কপ্টার খুব বিপজ্জনক।” বৈঠকে আরও কিছু আলোচনার থাকলেও এই দুঃসংবাদ পাওয়ার পর সেই আলোচনা স্থগিতের সিদ্ধান্ত নেন মুখ্যমন্ত্রী। পরে টুইটও করেন মমতা।

উল্লেখ্য, বুধবার সুলুরের সেনা ছাউনি থেকে এমআই সিরিজের চপারটি ওয়েলিংটনের সেনাঘাঁটির দিকে যাচ্ছিল। সস্ত্রীক রাওয়াত ছাড়াও চপারে ছিলেন ১৪ জন। ওড়ার কিছুক্ষণের মধ্যেই সেটি ভেঙে পড়ে। স্থানীয় সেনা অফিসাররা দ্রুত এলাকায় পৌঁছেছেন। গুরুতর জখম অবস্থায় বিপিন রাওয়াতকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। শেষ পাওয়া খবর অনুযায়ী, সাতটি মৃতদেহ উদ্ধার হয়েছে। নিখোঁজ আরও অনেকে। উদ্ধারকাজ চলছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *