Sambad Samakal

UP Election: বোধোদয়? ভোটের মুখে সব মিটিং মিছিল বাতিল করল কংগ্রেস!

Jan 5, 2022 @ 1:52 pm
UP Election: বোধোদয়? ভোটের মুখে সব মিটিং মিছিল বাতিল করল কংগ্রেস!

কোভিড গ্রাফ লাফিয়ে বাড়ছে দেশে। এদিকে দু’ মাসও বাকি নেই উত্তর প্রদেশের বিধানসভা নির্বাচনের। প্রধানমন্ত্রী থেকে রাহুল-প্রিয়ঙ্কা গান্ধীরা পরে রয়েছেন ভোটের ময়দানে। সেই সময় ভোটের বাদ্যির মাঝে উত্তর প্রদেশে সব রকমের মিটিং-মিছিল বাতিল করল কংগ্রেস।

উল্লেখ্য মঙ্গলবারই বরেলিতে ‘লড়কি হুঁ লড় সকতি হুঁ’ প্রচারের অঙ্গ হিসেবে ম্যারাথনে মাস্ক ছাড়া মহিলা-কিশোরীদের ভিড়ে পদপিষ্ট হওয়ার মতো ঘটনা ঘটেছিল। যদিও কেউ হতাহত হন নি। কিন্তু দেশ জুড়ে কোভিড আবহে নিজেদের দায়িত্বজ্ঞানের পরিচয় দিল কংগ্রেস। বোধোদয় যদিও বেশ দেরিতে। অন্য দিকে বিজেপি ও সমাজবাদি পার্টি কোনো পদক্ষেপ ঘোষণা করে নি।

উল্লেখ্য এলহাবাদ হাইকোর্ট গত মাসেই নির্বাচন কমিশন তথা প্রধানমন্ত্রীকে করোনা আবহে রাজ্যের বিধানসভা নির্বাচন পিছিয়ে দেওয়ার জন্য বলেছে। কিন্তু কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক ও নির্বাচন কমিশনের মধ্যে বৈঠকের পর নির্বাচন নির্ঘন্ট অপরিবর্তিতই থাকছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *