আগামী কাল, শুক্রবার রাত থেকে শুরু হবে মকর সংক্রান্তির পুণ্যস্নান। করোনা পরিস্থিতিতে এবার রাজ্য সরকার e-Snan পরিষেবায় জোর দিলেও বাঁধ মঞ্চে না গঙ্গাসাগরের পথে পুণ্যার্থীদের ঢল।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাফ জানিয়ে দিয়েছেন, কোর্টের নির্দেশ মেনেই বাবুঘাটে আরটিপিসিআর টেস্ট করেই সাগরে যেতে হবে। সেই মতোই সংক্রমণ মোকাবিলায় কড়া প্রশাসন। পুণ্যার্থীদের ভিড় সামাল দিতে কাকদ্বীপের লট এইট থেকে শুরু হয়েছে কচুবেড়িয়াগামী ভেসেল পরিষেবা। পরিস্থিতি পরিদর্শনে মেলায় পৌঁছেছেন রাজ্যের নারী ও শিশু কল্যাণ মন্ত্রী শশী পাঁজা। আজ, বৃহস্পতিবার সন্ধেয় গঙ্গারতির আয়োজন করা হয়েছে।
সংক্রমণ মোকাবিলায় প্রশাসনের পাশাপাশি নজরদারি চালাচ্ছেন স্বেচ্ছাসেবকরা। বিনা মাস্কে কাউকে দেখলেই সতর্ক করা হচ্ছে। পাশাপাশি, চলছে মাইকে প্রচারও।