Sambad Samakal

Media Transfer: ওটিটি থেকে ব্যক্তিগত চ্যাট, মিডিয়া ট্রান্সফারের জনক এক ভারতীয়, জানেন?

Jan 15, 2022 @ 8:37 pm
Media Transfer: ওটিটি থেকে ব্যক্তিগত চ্যাট, মিডিয়া ট্রান্সফারের জনক এক ভারতীয়, জানেন?

আজ থেকে বছর ২০ আগে এসএমএস-এর বিকল্প হিসেবে এসেছিল এমএমএস। আর এখন ইন্টারনেটের মাধ্যমে ছবি-ভিডিও চলে যায় চোখের পলকে। তবে শুধু ইন্টারনেট থাকলেই কী হবে? ছবি বা ভিডিও পাঠানোর জন্য নির্দিষ্ট অ্যালগোরিদমের আবিষ্কার করেছিলেন এক ভারতীয় বিজ্ঞানী। তাও সামাজিক মাধ্যম যুগের বহু আগে।

১৯৭২ সালে ইউনিভার্সিরি অফ নিউ মেক্সিকো থেকে পিএইচডি করেছিলেন নাসির আহমেদ। তখনই আবিষ্কার করে ফেলেছিলেন ‘ডিসক্রিট কোসাইন ট্রান্সফর্ম’। কিন্তু এই পদ্ধতি যে এমন বিপুল পরিমাণে ব্যবহার করা হবে তা হয়তো তিনি স্বপ্নেও ভাবেন নি। ব্যক্তিগত চ্যাটে ছবি-ভিডও পাঠানো থেকে ওটিটি প্ল্যাটফর্ম সবকিছুতেই ব্যবহার হয় এই পদ্ধতি। কিন্তু নাসির আহমেদের কথা কতজনই বা জানেন!

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *