Sambad Samakal

Cosmic Bubble: পৃথিবী সহ গোটা সৌরজগৎ রয়েছে এক প্রকান্ড বুদবুদের মধ্যে!

Jan 17, 2022 @ 7:40 am
Cosmic Bubble: পৃথিবী সহ গোটা সৌরজগৎ রয়েছে এক প্রকান্ড বুদবুদের মধ্যে!

আমাদের পৃথিবীর বাইরেও ছড়িয়ে রয়েছে এক অনন্ত জগৎ। বিজ্ঞানের হাজার উন্নতি হলেও, সেই জগৎ সম্পর্কে মানব সভ্যতার জ্ঞান খুবই সীমিত। সাম্প্রতিক এক গবেষণায় উঠে এসেছে চাঞ্চল্যকর এক তথ্য। পৃথিবী তো বটেই, আমাদের গোটা সৌরজগতই রয়েছে এক বিশাল বুদবুদের পেটের মধ্যে। তবে কী দিয়ে এই বুদবুদটি তৈরি, তার কোনও সন্ধান পান নি বিজ্ঞানীরা।

এতদিন সৌরজগতের অবস্থান বলতে গেলে শরণাপন্ন হতে হত আকাশগঙ্গা বা মিল্কিওয়ে গ্যালাক্সির। এবার আরও নিশ্চিত ভাবে বলা যায় যে, আকাশগঙ্গার সুপারবাবল ‘বুদবুদের’ মধ্যেই অবস্থান করছে গোটা সৌরজগৎ। ১ হাজার আলোকবর্ষ প্রশস্ত এই মহাজাগতিক বুদবুদ শুধু সূর্য নয়, জন্ম দিয়েছে কয়েক হাজার নক্ষত্রেরও।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *