করোনা অতিমারীর শেষ কবে? এই প্রশ্নটাই এখন ঘুরপাক খাচ্ছে গোটা বিশ্বের স্বাস্থ্য বিশেষজ্ঞদের মধ্যে। এই পরিস্থিতিতে ফের একবার সতর্কবার্তা শোনালো বিশ্ব স্বাস্থ্য সংস্থা। হু’র প্রধান টেড্রোস অ্যাডানম ঘেব্রিয়াসুসের মতে, ওমিক্রনই কোভিড অতিমারীর শেষ নয়। তিনি বলেন, “ওমিক্রন এখনও গোটা বিশ্বে ছড়িয়ে পড়ছে। বিশেষ করে যে সমস্ত দেশের অধিকাংশ মানুষ এখনও করোনা টিকা পানা নি, তাদের নিয়েই আমরা বেশি চিন্তিত। কারণ তাদের অসুস্থতা ও মৃত্যুর সম্ভাবনা অনেক বেশি।”
হু প্রধানের মতে, করোনার অন্যান্য রুপগুলির তুলনায় ওমিক্রন মৃদু, এই ধারনা ঠিক নয়। কারণ ওমিক্রন আক্রান্ত হয়েও হাসপাতালে ভর্তি হতে হচ্ছে। তাই সকলকে সতর্ক থাকতে হবে। এখনই করোনা অতিমারী শেষ হয়ে যাবে, এমনটা বলা যাবে না।