রাজ্যের দৈনিক করোনা সংক্রমণ এক ধাক্কায় কমল অনেকটাই। শুক্রবার সন্ধ্যেয় রাজ্য স্বাস্থ্য দফতরের দেওয়া তথ্য অনুযায়ী, শেষ চব্বিশ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছেন ৯ হাজার ১৫৪ জন। উদ্বেগ বাড়িয়ে একদিনে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৩৫ জন। যার মধ্যে নতুন করে হাওড়ায় ১১ জন, কলকাতায় ৪ জন ও উত্তর চব্বিশ পরগনায় ৪ জনের মৃত্যু হয়েছে।
এই মুহূর্তে রাজ্যে অ্যাকটিভ করোনা রোগীর সংখ্যা রয়েছেন ১ লক্ষ ৩৪ হাজার ৮১৬ জন। দৈনিক পজিটিভিটি রেট দাঁড়িয়েছে ১২.৫৮ শতাংশে। কলকাতায় একদিনে করোনা আক্রান্ত হয়েছেন ১ হাজার ৩৭৫ জন। উত্তর চব্বিশ পরগনার করোনা আক্রান্ত হয়েছেন ১ হাজার ৩১৭ জন।