৬৯ বছর পরে বৃহস্পতিবার ফের আকাশে উড়ল ‘টাটা এয়ার ইন্ডিয়ার’ বিমান। ২০২১ সালেই টাটা গোষ্ঠীর হাতে তুলে দেওয়া হয়েছিল সরকারি বিমান সংস্থা এয়ার ইন্ডিয়াকে। বৃহস্পতিবার ২৭ ফেব্রুয়ারি থেকে আনুষ্ঠানিক ভাবে টাটা গোষ্ঠীর পরিচালনায় নতুন করে যাত্রা শুরু করল এয়ার ইন্ডিয়া। তবে এখনই বিমানের গায়ে টাটা গোষ্ঠীর ব্যানার থাকছে না বলে জানা গিয়েছে। বৃহস্পতিবার মুম্বই থেকে দেশের ৪ শহরের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে টাটা এয়ার ইন্ডিয়ার বিমান।
এক সময় যে সংস্থার হাত ধরে এয়ার ইন্ডিয়ার বিমান পরিচালনা শুরু হয়েছিল, ফের সেই সংস্থার হাতে এল এয়ার ইন্ডিয়া। ১৮ হাজার কোটি টাকা খরচ করে ভারতের সরকারি বিমান সংস্থাকে কিনে নিয়েছে টাটা সন্স। জানা গিয়েছে, টাটা সন্সের পক্ষ থেকে চেয়ারম্যান এন চন্দ্রশেখারণ খুব দ্রুতই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করে হস্তান্তরের যাবতীয় প্রক্রিয়া সম্পন্ন করবেন। যাত্রীদের আরও উন্নত পরিষেবা দেওয়ার জন্য টাটা গোষ্ঠী বদ্ধপরিকর বলে জানানো হয়েছে।