বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওয়েবসাইটে দেওয়া ভারতের ম্যাপ নিয়ে তৈরি হল নতুন বিতর্ক। তৃণমূল সাংসদ চিকিৎসক শান্তনু সেন অভিযোগ তোলেন, করোনা ট্র্যাকার ম্যাপে ভারতের জম্মু-কাশ্মীরকে পাকিস্তান ও চিনের অংশ হিসেবে দেখানো হচ্ছে। অন্যদিকে অরুণাচল প্রদেশকে ভরতের থেকে পৃথক করে দেখানো হচ্ছে। ভারতের মানচিত্রকে বিকৃত করার অভিযোগ তুলে ইতিমধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি দিয়েছেন তিনি।
ডাঃ শান্তনু সেনের দাবি, “দেশের মানচিত্রকে বিকৃত করে দেখানো হচ্ছে একটা আন্তর্জাতিক সংস্থার ওয়েবসাইটে। এটা এতদিন কেন্দ্রের চোখে পড়ল না? অবিলম্বে কেন্দ্রীয় সরকারের ব্যবস্থা নেওয়া উচিত।” বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওয়েবসাইট থেকে বিভিন্ন দেশের ম্যাপের ওপর ক্লিক করে কোভিড সংক্রান্ত তথ্য জানা যায়। সেই ম্যাপেই জম্মু কাশ্মীরকে পাকিস্তান ও চিনের অংশ, অন্যদিকে অরুণাচল প্রদেশকে ভারতের থেকে পৃথক করে দেখানোর অভিযোগ উঠল।