Sambad Samakal

NRS Hospital: চার বছরের শিশুর পেটে লোহার স্প্রিং! জটিল অপারেশনে প্রাণ বাঁচাল এনআরএস

Feb 1, 2022 @ 4:04 pm
NRS Hospital: চার বছরের শিশুর পেটে লোহার স্প্রিং! জটিল অপারেশনে প্রাণ বাঁচাল এনআরএস

ক্যানিংয়ের বাসিন্দা বছর চারেকের প্রীতম মন্ডল। খেলনা বন্দুক নিয়ে খেলতে গিয়ে পেটের ভেতরে চলে যায় বন্দুকের ধাতব স্প্রিং। শুরু হয় প্রচন্ড পেটে ব্যথা। ন্যাশানাল মেডিক্যাল কলেজ থেকে রেফার করা হয় এনআরএস মেডিক্যাল কলেজে। চিকিৎসকরা এক্স-রে করে দেখেন খাদ্যনালীতে আটকে রয়েছে একটি ধাতব স্প্রিং। তড়িঘড়ি অ্যানাস্থশিয়া করে অপারেশনের সিদ্ধান্ত নেওয়া হয়।

ঘণ্টা খানেকের অপারশনে সফল ভাবে বের করে আনা হয় ওই লোহার স্প্রিং। চিকিৎসকরা জানিয়েছেন, বেশিক্ষণ ওই স্প্রিং আটকে থাকলে খাদ্যনালী ফুটো হয়ে যাওয়ার সম্ভাবনা ছিল। তাই জরুরি ভিত্তিতে অপারেশনের সিদ্ধান্ত নেওয়া হয়। আপাতত সুস্থ আছে ৪ বছরের প্রীতম। কয়েক দিন পর্যবেক্ষণে রাখার পরেই তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে বলে জানানো হয়েছে। এনআরএস মেডিক্যাল কলেজের চিকিৎসকদের তৎপরতায় কার্যত প্রাণ বাঁচল ছোট্ট প্রীতমের।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *