আগামী ২৮ ফেব্রুয়ারি থেকে কলকাতায় শুরু হচ্ছে ৪৫ তম কলকাতা আন্তর্জাতিক বইমেলা। করোনা বিধি মেনে মাস্ক পড়ে ও ডাবল ভ্যাকসিনেশনের সার্টিফিকেট দেখিয়ে ঢুকতে হবে মেলা প্রাঙ্গনে। সদ্য প্রয়াত সুর সম্রাজ্ঞী লতা মঙ্গেশকরকেও স্মরণ করার পরিকল্পনা নেওয়া হয়েছে বইমেলার আয়োজক পাবলিশার্স ও বুক সেলার্স গিল্ডের পক্ষ থেকে।
গিল্ড সূত্রে খবর, লতা মঙ্গেশকরের স্মরণে একটি বিশেষ প্যাভিলিয়ান তৈরির পরিকল্পনা করা হয়েছে। সেই প্যাভিলিয়ানে শঙ্খ ঘোষ, বিরজু মহারাজ সহ সকলকেই শ্রদ্ধা নিবেদন করা হবে। প্রসঙ্গত, চলতি বছরের কলকাতা বইমেলার থিম বাংলাদেশের মুক্তিযুদ্ধের ৫০ বছর।