Sambad Samakal

KMC: ১৫ দিনেই বহুতলের অনুমতি! কী বললেন পুরমন্ত্রী ফিরহাদ?

Mar 9, 2022 @ 10:08 pm
KMC: ১৫ দিনেই বহুতলের অনুমতি! কী বললেন পুরমন্ত্রী ফিরহাদ?

এবার মাত্র ১৫ দিনেই মিলবে শহরে বহুতল নির্মাণের ছাড়পত্র। বুধবার জানালেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। নয়া এই ব্যবস্থার নাম ‘এক জানলা’।

মাত্র একদিন আগেই রাজ্যের পুরমন্ত্রীর দায়িত্বে ফিরেছেন ফিরহাদ হাকিম। তারপরেই এদিন নির্মাণকারী সংস্থার সংগঠন ক্রেডাই এর একটি অনুষ্ঠানে হাজির হন। সেখানেই নির্মাণকারী সংস্থা ও প্রোমোটারদের সমস্যা সমাধানে এই ঘোষণা করেন তিনি।

ফিরহাদ জানান, এক জানালা বয়স্থায় বহুতল নির্মাণের জন্য অনুমতি চেয়ে কোনও প্রোমোটার বা নির্মাণকারী সংস্থা সঠিক নথি সহ পুরসভায় আবেদন জানালে, ১৫ দিনের মধ্যেই অনুমতি দেওয়া হবে। কাগজপত্রে ত্রুটি থাকলে সেটা আবেদনকারীকে ইমেলের মাধ্যমে অথবা ওয়েবসাইটে জানিয়ে দেওয়া হবে। এক জানালা ব্যবস্থাপনার মধ্যে থাকবে কলকাতা পুরসভার অ্যাসেসমেন্ট বিভাগ, ভূমি দপ্তর, পুর ও নগর উন্নয়ন দপ্তর, দমকল সহ একাধিক দপ্তর ও বিভাগ। কলকাতা পুরসভায় পুর ও নগর উন্নয়ন দপ্তরের সহযোগিতায় এই ব্যবস্থা শুরু হতে চলেছে বলে জানান মেয়র।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *