Sambad Samakal

Police Station: ব্যারাকপুরের নতুন আট থানায় সিলমোহর রাজ্যপালের

Mar 9, 2022 @ 10:57 pm
Police Station: ব্যারাকপুরের নতুন আট থানায় সিলমোহর রাজ্যপালের

প্রক্রিয়া শুরু হয়েছিল বহু আগেই। অবশেষে ব্যারাকপুর পুলিশ কমিশনারেট এলাকায় নতুন আট থানার প্রস্তাবে সিলমোহর দিলেন রাজ্যপাল জগদীপ ধনকর। বুধবার বিজ্ঞপ্তি প্রকাশ করে নতুন আট থানার ঘোষণা করল নবান্ন। নবান্ন সূত্রে খবর, বীজপুর ও নৈহাটি থানার শহর এলাকা ভেঙে নতুন হালিশহর থানা করা হচ্ছে। গ্রামীণ এলাকা ভেঙে করা হচ্ছে শিবদাসপুর ও জেটিয়া থানা। দমদম থানার কিছু অংশ নিয়ে হচ্ছে নাগেরবাজার থানা। টিটাগড় থানা এলাকা ভেঙে তৈরি হচ্ছে মোহনপুর থানা। বেলঘরিয়া ও বরানগর থানার অংশ নিয়ে তৈরি করা হচ্ছে দক্ষিণেশ্বর থানা। জগদ্দল ও ভাটপাড়া থানার অংশ নিয়ে তৈরি করা হচ্ছে নতুন বাসুদেবপুর থানা। বছর খানেক আগেই ব্যারাকপুরের পুলিশ কমিশনার মনোজ ভার্মা নতুন আট থানার এই বিন্যাসের কথা জানিয়েছিলেন। থানাগুলি তৈরির জন্য জমিও চিহ্নিত হয়ে গিয়েছে বলেও জানিয়েছিলেন তিনি। অপেক্ষা ছিল শুধু নবান্নের ছাড়পত্রের। বুধবার সেই প্রক্রিয়া সম্পন্ন হল। নবান্নের পাঠানো ফাইলে সই করেন রাজ্যপাল। সূত্রের খবর, এবার শুধু থানাগুলি উদ্বোধনের অপেক্ষা। নতুন এই আট থানা চালু হলে ব্যারাকপুর এলাকায় অপরাধ দমন আরও সহজ হবে বলেই মত ব্যারাকপুর কমিশনারেট কর্তাদের।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *