Sambad Samakal

Mamata: দার্জিলিংয়ে তৈরি হচ্ছে কফি হাউস! কী নামকরণ করলেন মমতা?

Mar 30, 2022 @ 6:14 pm
Mamata: দার্জিলিংয়ে তৈরি হচ্ছে কফি হাউস! কী নামকরণ করলেন মমতা?

কলকাতা শহরের কলেজ স্ট্রিট ও যাদবপুরে রয়েছে দু’টি কফি হাউস। যেখানে বসে কফি খেতে খতে আড্ডা দিতে অভ্যস্ত অনেকেই। এবার পাহাড়ের পর্যটনশিল্পের উন্নতির দিকে তাকিয়ে দার্জিলিংয়ে কফি হাউস তৈরির উদ্যোগ নিলেন খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন পাহাড় সফরের শেষ লগ্নে এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন মমতা, এমনটাই খবর সূত্রের।

জানা যাচ্ছ, কলকাতার আদলেই দার্জিলিংয়ে তৈরি হবে কফি হাউস। স্বয়ং মুখ্যমন্ত্রী দার্জিলিংয়ের কফি হাউসের নামকরণ করেছেন ‘ক্যাফে হাউস’। বাঙালি শিল্পপতি সত্যম রায়চৌধুরী এই কফি হাউস তৈরি করবেন বলে জানা যাচ্ছে। প্রশাসনিক সূত্রে খবর, দার্জিলিংয়ে রাজভবনের আশেপাশে কোন একটি স্থানে এই ক্যাফে হাউস তৈরি হোক এমনটাই চান মুখ্যমন্ত্রী। জেলা প্রশাসনের আশা, আগামী দিনে এই ‘ক্যাফে হাউস’ দার্জিলিং ভ্রমণের একটি হট-ডেস্টিনেশন হতে চলেছে পর্যটকদের কাছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *