Sambad Samakal

Kolkata HC: দীর্ঘ লড়াইয়ে ইতি! হাইকোর্টের নির্দেশে ২৫ বছরের বেতন পাবেন স্কুল শিক্ষিকা

May 5, 2022 @ 5:48 pm
Kolkata HC: দীর্ঘ লড়াইয়ে ইতি! হাইকোর্টের নির্দেশে ২৫ বছরের বেতন পাবেন স্কুল শিক্ষিকা

একটানা ৪২ বছরের লড়াইয়ের পরে স্বীকৃতি পেল অধিকার। প্রবীণ শিক্ষিকাকে ২৫ বছরের বকেয়া বেতন দেওয়ার নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। হাওড়ার শ্যামপুর বিদ্যালয়ে ১৯৭৬ সালে শিক্ষিকা হিসেবে যোগ দেন শ্যামলী বসু। বাম আমলে অজ্ঞাত কারণেই তাঁর বেতন বন্ধ হয়ে যায়। ২০১৭ সালে নিয়ম মাফিক অবসর নিলেও বেতন থেকে পেনশন কোনও সুবিধাই তিনি পান নি।

৪২ বছর ধরে নিজের প্রাপ্য বেতন পাওয়ার জন্য লড়াই চালিয়ে গিয়েছিলেন তিনি। স্কুলের ম্যানেজিং কমিটি, ডিআই অফিস, স্কুল শিক্ষা দফতর হয়ে শেষ পর্যন্ত কলকাতা হাইকোর্টের দারস্থ হন শ্যামলী দেবী। বৃহস্পতিবার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় রাজ্যের স্কুল শিক্ষা দফতরকে নির্দেশ দিয়েছেন, অবিলম্বে ২৫ বছরের বেতন মিটিয়ে দিতে হবে ওই শিক্ষিকাকে। বকেয়া বেতনের সঙ্গেই ১০ শতাংশ হারে দিতে হবে সুদ। ৭৬ বছর বয়সে অবশেষে নিজের অধিকার ফিরে পেয়ে বিচার ব্যবস্থার ওপর আস্থা আরও বাড়ল বলেই জানিয়েছেন শিক্ষিকা শ্যামলী বসু।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *