Sambad Samakal

Kolkata HC On SSC: এসএসসি দফতরের দখল নেবে সিআরপিএফ, মধ্য রাতের শুনানিতে নজিরবিহীন নির্দেশ হাইকোর্টের

May 18, 2022 @ 11:55 pm
Kolkata HC On SSC: এসএসসি দফতরের দখল নেবে সিআরপিএফ, মধ্য রাতের শুনানিতে নজিরবিহীন নির্দেশ হাইকোর্টের

নজিরবিহীন ভাবে বুধবার মধ্যরাতে জরুরি ভিত্তিতে এসএসসি মামলার শুনানিতে বসেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এসএসসি মামলাকারীদের আশঙ্কা ছিল, চেয়ারম্যান বদলের পরে আচার্য সদনে থাকা বিভিন্ন নথি ও তথ্য-প্রমাণ লোপাট করা হতে পারে। বুধবার রাত সাড়ে ১১টার পরে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দেশ দেন, রাতের মধ্যেই এসএসসি ভবন বা আচার্য সদনের দখল নিতে হবে সিআরপিএফকে।

বুধবার মধ্য রাত থেকে বৃহস্পতিবার দুপুর ১টা পর্যন্ত কোনও রাজ্য সরকারি আধিকারিক এসএসসির অফিসে প্রবেশ করতে পারবেন না। এমনকী উচ্চতর পদ মর্যাদার আধিকারিকরাও ভেতরে ঢুকতে পারবেন না। বুধবার এসএসসির চেয়ারম্যান ইস্তফা দেওয়ার পর থেকে কারা কারা আচার্য সদনে প্রবেশ করেছেন, সেই সংক্রান্ত সিসিটিভি ফুটেজ বৃহস্পতিবার দুপুর ১২টার মধ্যে আদালতে পেশ করতে হবে। এর সঙ্গেই বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশ, যেহেতু সিবিআই গোটা মামলার তদন্ত করছে, তাই তাদেরও এই বিষয়ে সক্রিয় হতে হবে।

ওয়াকিবহাল মহলের মতে, কলকাতা হাইকোর্টের ইতিহাসে মধ্য রাতের শুনানি থেকে এই ধরনের নির্দেশিকা এক কথায় নজিরবিহীন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *