Sambad Samakal

Apple: চিনে কোভিড নিয়ে কড়াকড়ি তাই ভারতে উৎপাদন বৃদ্ধির ভাবনা অ্যাপলের

May 22, 2022 @ 11:30 am
Apple: চিনে কোভিড নিয়ে কড়াকড়ি তাই ভারতে উৎপাদন বৃদ্ধির ভাবনা অ্যাপলের

চিনে কোভিড নিয়ে বেশ রক্ষণশীল অবস্থান নেওয়ার ফলে উৎপাদনে গতি বৃদ্ধি করতে পারছে না অ্যাপল। অথচ চিনে উৎপাদন মূল্য কম হওয়ায় সেখানকার উৎপাদিত আইফোন, আইপ্যাড, ম্যাকবুক ইত্যাদি পণ্য এশিয়া ছাড়াও ইউরোপের বাজার দখল করে আছে। তাই উৎপাদনে গতি বৃদ্ধি করতে মার্কিন সংস্থার লক্ষ্য ভারত বা ভিয়েতনাম। ভৌগলিক অবস্থানগত কারণে পছন্দের তালিকায় শীর্ষে তাই ভারত। আর ভারতে উৎপাদন বৃদ্ধি করা মানে এ দেশে কর্মসংস্থানও বাড়বে বলে আশা বাণিজ্যিক মহলের।

অ্যাপলের বিভিন্ন বৈদ্যুতিন পণ্য চিনে প্রায় ৯০ শতাংশ উৎপাদিত হতো। সাংহাইতে লকডাউন ঘোষণার ফলে সেই উৎপাদন খানিকটা ব্যহত হয়েছে। এতদিন ভারতে মোট উৎপাদিত আইফোনের ৩.১ শতাংশ উৎপাদিত হতো। চলতি অর্থবর্ষে তা ইতিমধ্যেই ৭ শতাংশ করার লক্ষ্যমাত্রা স্থির করা হয়েছে। উৎপাদন বৃদ্ধি পেলে চিনের বেশ অনেকটাই ভারতে চলে আসবে বলে তথ্যাভিজ্ঞ মহলের আশা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *