Sambad Samakal

UAE Aviation: সম্পূর্ণ মহিলা পরিচালিত উড়ান সৌদি আরবে

May 22, 2022 @ 12:05 pm
UAE Aviation: সম্পূর্ণ মহিলা পরিচালিত উড়ান সৌদি আরবে

রক্ষণশীল দেশ। নারীরা যেখানে পর্দানশীন। সেখানে গোটা একটি বিমান মহিলা কর্মীদের হাতে! অভূতপূর্ব ঘটনা সৌদি আরবে। এই প্রথম সব মহিলা ক্রু নিয়ে একটি বিমান উড়ল। এ ঘটনাকে নারীর ক্ষমতায়নের মাইলফলক হিসেবে দেখা হচ্ছে।

সৌদি আরবের এয়ারলাইন ফ্লাইএডিল ওই ফ্লাইট পরিচালনা করে। ফ্লাইটটি শনিবার রাজধানী রিয়াদ থেকে জেদ্দার উদ্দেশে রওনা হয়। উড়ানের সাতজন ক্রুর মধ্যে বেশির ভাগই সৌদি নারী। ক্রুদের মধ্যে ফার্স্ট অফিসার সৌদি নারী। তবে ফ্লাইটটির ক্যাপ্টেনের দায়িত্বে ছিলেন বিদেশি মহিলা পাইলট।

সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সলমান গাড়ি চালনায় নারীদের নিষেধাজ্ঞা প্রত্যাহার, পুরুষ অভিভাবক ছাড়া বাইরে বের হওয়াসহ বিভিন্ন বিধিনিষেধ তুলে নিয়েছেন। এবার বিমানের ককপিটও মহিলাদের হাতে ছেড়ে রক্ষণশীল ভূমিকায় বদল আনছে সৌদি আরব।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *