Sambad Samakal

India-Bangladesh: ২০৩০-এর মধ্যে বাংলাদেশে কৃষিপণ্য রফতানি দ্বিগুণ করতে চায় বাংলা

May 26, 2022 @ 6:05 pm
India-Bangladesh: ২০৩০-এর মধ্যে বাংলাদেশে কৃষিপণ্য রফতানি দ্বিগুণ করতে চায় বাংলা

আগামী ২০৩০ সালের মধ্যে বাংলাদেশে কৃষিপণ্য রফতানি দ্বিগুণ করতে চায় বাংলা। বৃহস্পতিবার কলকাতার ইন্ডিয়ান চেম্বার অফ কমার্স আয়োজিত এক আলোচনা সভায় এমনটাই জানালেন রাজ্যের কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। ভারত ও বাংলাদেশের মধ্যে কৃষিপণ্য রফতানির বিভিন্ন সম্ভাবনা নিয়ে এদিনের সভা বক্তব্য রাখেন শোভনদেব।

এদিন কৃষমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় বলেন, “বাংলাদেশে কৃষিপণ্য রফতানির ক্ষেত্রে ভারত অনেকটাই এগিয়ে রয়েছে। বিশেষ করে বাংলা থেকে এই রফতানির পরিমাণ দ্বিগুণ করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। বাংলাদেশে কৃষিপণ্য সংক্রান্ত রফতানির ক্ষেত্রে রাজ্য সরকারের পক্ষ থেকে একাধিক বিনিয়োগ বান্ধব নীতি প্রনয়ণ করা হয়েছে। নতুন নতুন এজেন্সি ও সংস্থাকে উৎসাহ দেওয়া হচ্ছে। পশ্চিমবঙ্গ কৃষিপণ্য মার্কেটিং কর্পোরেশনের অধীনে একটি রফতানি কেন্দ্র তৈরির পরিকল্পনা চলছে। যাতে সহজেই বাংলা থেকে বাংলাদেশে কৃষিপণ্য রফতানি করা সম্ভব হয়।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *