Sambad Samakal

Supreme Court: দীর্ঘ লড়াইয়ের জয়! যৌনকর্মীদের ‘পেশা’কে স্বীকৃতি সুপ্রিমকোর্টের

May 26, 2022 @ 5:33 pm
Supreme Court: দীর্ঘ লড়াইয়ের জয়! যৌনকর্মীদের ‘পেশা’কে স্বীকৃতি সুপ্রিমকোর্টের

দীর্ঘ লড়াইয়ের পরে অবশেষে আংশিক জয়! যৌনকর্মীদের ‘পেশা’কে স্বীকৃতি দিল দেশের সর্বোচ্চ আদালত। সুপ্রিমকোর্ট জানিয়েছে, সমাজের অন্যান্য পেশার মানুষের মতোই, যৌনকর্মীদেরও সমান মর্যাদা ও স্বীকৃতি রয়েছে। স্বেচ্ছায় এই পেশায় আসা কোনও অপরাধ নয়। সুপ্রিমকোর্ট এদিন মনে করিয়ে দিয়েছে, প্রাপ্ত বয়স্ক ব্যক্তিদের যৌনপেশায় আসা অপরাধ না হলেও, যৌনপল্লী তৈরি করা অপরাধ।

দেশের সর্বোচ্চ আদালতের পর্যবেক্ষণ, যৌনকর্মীদের অকারণে পুলিশি হেনস্থা বন্ধ হওয়া উচিত। যৌনকর্মীরাও আইনের চোখে সমান, তাই এই পেশার জন্য কোনও ফৌজদারি মামলা করা যাবে না। সংবিধানের ২১ নম্বর ধারা অনুসারে, অন্যান্য নাগরিকদের মতোই মর্যাদাপূর্ণ জীবন যাপন করার অধিকার রয়েছে তাঁদের। এই বিষয়ে কেন্দ্রীয় সরকারের অভিমতও জানতে চেয়েছে সুপ্রিমকোর্ট। আগামী ২৭ জুলাই এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *