Sambad Samakal

Ganges Fish: বৃদ্ধি পেল মাছের সংখ্যা, সারছে গঙ্গার বাস্তুতন্ত্র?

Jun 3, 2022 @ 5:02 pm
Ganges Fish: বৃদ্ধি পেল মাছের সংখ্যা, সারছে গঙ্গার বাস্তুতন্ত্র?

২০০১ থেকে ২০১১ পর্যন্ত চলতি শতাব্দীর প্রথম দশকে আশঙ্কাজনক ভাবে গঙ্গায় কমে গিয়েছিল মাছের সংখ্যা। প্রায় অর্ধেকে নেমে এসেছিল দক্ষিণবঙ্গের গঙ্গায় প্রাপ্ত মাছের প্রজাতির সংখ্যা। তবে আশার আলো দেখালেন এক দল গবেষক। চলতি দশকে গঙ্গায় প্রত্যাবর্তণ করেছে হারিয়ে যাওয়া বহু ধরনের মাছের প্রজাতি। সম্প্রতি সেন্ট্রাল ইনল্যান্ড ফিশারিস রিসার্চ ইনস্টিটিউটের সমীক্ষায় উঠে এল এই তথ্য।২০১২ সালের সমীক্ষার সময়ে গঙ্গায় পাওয়া গিয়েছিল ১৪০টি প্রজাতির মাছে। বর্তমানের সমীক্ষায় পাওয়া গিয়েছে ১৯০টি ভিন্ন ভিন্ন প্রজাতির মাছ। সেইসঙ্গে বেড়েছে মাছের সংখ্যাও। গবেষকদের মতে, মাছের সংখ্যা বৃদ্ধি পাওয়া প্রমাণ করে যে গঙ্গায় বাস্তুতন্ত্র আগের তুলনায় অনেকটা ভালো হয়েছে। দূষণের মাত্রা কমায় জলের গুণগত মানও বৃদ্ধি পেয়েছে। যার ফলে মাছেদের বিভিন্ন প্রজাতির অস্তিত্ব বজায় রয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *